"হরিগুণানুকীর্তন মহোৎসব"
                            কান্দরকূলা-বীরভূম 
বীরভূম জেলার লাভপুর ব্লকের, ঠিবা গ্রাম পঞ্চায়েতের অধিনে, কান্দরকূলা গ্রামে, কান্দরকূলা ভদ্রকালী মন্দিরের শুভ উৎবোধন করবেন বীরভূম জেলার মেন্টর তথা লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী অভিজিৎ সিনহা (রাণা)। সঙ্গে উপস্থিত থাকবেন- বিশিষ্ট সমাজ সেবিক জনাব আব্দুল মান্নান সাহেব,  বিশিষ্ট সমাজ সেবিক তরুণ চক্রবর্তী,  বিশিষ্ট সমাজ সেবিক সৌভন চৌধুরী,  বিশিষ্ট সমাজ সেবিক প্রবীর পাঠক,  বিশিষ্ট সমাজ সেবিক সুশীল ভট্টাচার্য্য,  বিশিষ্ট সমাজ সেবিক সাইন কাজী।
