Type Here to Get Search Results !

ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী। সোনার বাংলা পত্রিকা

 "যতই লিখি হয়তো কমই লেখা হয়। মনের ভিতটা মোচর দিয়ে ওঠে। মনে হয় এই মানুষ টা বোধ হয় আগের জন্মের রাজা মহারাজার ঘরে জন্মেছেন। নিশ্চয়ই বুঝে গেছেন , হাঁ ঠিকই বুঝতে পেরেছেন, ঠিবা অঞ্চলের অঞ্চল সভাপতি সাইন কাজী। যার কোন তুলনা থাকে না। ঠিবা অঞ্চলের মানুষের এক মাত্র নয়নের মনি, চোখের মণি"

ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী দলীয় নির্বাচর্নী প্রচারে

বন্যয় ক্ষতিগ্রস্হ পরিবারের খোজ খবর নেওয়া থেকে, রান্না করার জন্য দুমুঠো ভাত মুখে তুলে দিয়েছেন । আকাশে মেঘ কালো ঘন রং ধারন করছে, বৃষ্টি পড়লেই হয় এমন অবস্থা । ছুটে গেছেন,  নৌকায় চড়ে গেছেন গ্রামে গ্রামে, কারোর মাটির বাড়ি, বা কারোর ছিটেবেড়া খরের ছাওনি দিয়ে বাড়ি ।

ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী বন্যায় নৌকা নিয়ে ত্রান বিলি করছেন

তুলে দিয়েছেন , তাদের হাতে ত্রিপল চাল ডাল । সবকিছুই সম্বভ হয়েছে লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা রাণাদার সহযোগিতাই । বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের স্বপ্ন বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজা । সেই উৎসবের কথা ভেবে লাভপুর বিধায়ক রাণাদার সহযোগিতাই, তুলে দিয়েছেন গরীব পরিবারের হাতে নতুন নতুন জামা কাপড় । 

ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী জয়চন্দ্রপুর গ্রামে বন্যায় ক্ষতি হওয়া মানুষদের ত্রান বিলি করছেন

তাই গরিব পরিবারে দুমুঠো খাবার তুলে দিতে পেড়ে সন্তুষ্ঠ হয়ে গ্রামে আসন্ন্য বিধান সভা নির্ধাচনে ভোট চেয়ে কঠোর পরিশ্রম করে তৃতিয় বারেও তৃণমূল কংগ্রেস দলকে ঠিবা অঞ্চল থেকে জিতিয়ে দেন ।

ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী ভোট প্রচারের জনসভা

বিক্ষুদ্ধ রাজনিতি করা , তিক্ত হয়ে যাওয়া বিরোধী দল ত্যাগ করে, অভিজিৎ সিনহা (রাণা দা) , আব্দুল মান্নান সাহেব, তরুণ চক্রবর্তী, প্রবির পাঠক সৌভন চৌধুরী এবং সাইন কাজীর হাত ধরে ঠিবা অঞ্চল তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন বহু পরিবার । 

ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী তুলে দিচ্ছেন নতুন শোষাক

সঙ্গে অনেক জনের মুখে শোনা গেছে, তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে মায়ায় ভরা। মা (মমতা বন্দ্যোপাধ্যায়) যে দলে পরিচালনা করেন সেই দল ছেড়ে কি অন্য দলে থাকতে পারি । 

ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী বন্যায় নৌকা নিয়ে গরীব দুঃস্থ পরিবারের পরিজনের সঙ্গে কথা বলছেন

ঠিবা অঞ্চলের প্রতিটা গ্রামে গ্রামে, ভোট প্রচারে আসেন অভিজিৎ সিনহা (রাণা দা) , আব্দুল মান্নান সাহেব, তরুণ চক্রবর্তী, প্রবির পাঠক সৌভন চৌধুরী, ভোটের আগে যে যে প্রতিশ্রুতি রেখেছিলেন সেই কাজ করে দেখিয়েছেন ঠিবা অঞ্চল তৃণমূল কংগ্রেস।  

লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা, ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী, ঠিবা অঞ্চল প্রধান মিঠুন কাজী পদযাত্রা করছেন

ঠিবা অঞ্চলে উন্নয়নের চিত্রটা এমটাই যে, আগে যে গ্রাম গূলো, কান্দরকূালা, হরিপুর, জয়চন্দ্রপুর, ঘাঁপুর, চর্তুভূজপুর, ঠিবা, দত্ত বগতোড়, বাঘা, মিরটী, ব্রাহ্মণপাড়া, কল্যানপুর, কাজীপাড়া, লাঙ্গলহাটা, সমস্ত সংসদে, সাইন কাজী গ্রামে গ্রামে ঢালাই রাস্তা করে দিয়েছেন। 

লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা, ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী, ঠিবা অঞ্চল প্রধান মিঠুন কাজী নৌকায় করে দেখতে যাচ্ছেন এবং দলীয় প্রচার করছেন

২০১১ সাল থেকে ঠিবা অঞ্চল তৃণমূল কংগ্রেস দলটিকে , ঠিবা অঞ্চল সভাপতি ২০২১শে তৃতীয় বার ভোটে লিড দিয়ে দেখিয়ে দেন, বিরোধী শূন্য । বিরোধি দল নেই ঠিবা অঞ্চলে । সবই হচ্ছে তৃণমূল কংগ্রেস ।

লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা, ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী, ঠিবা অঞ্চলে জনসভা করছেন
 
গরীব খেটে খাওয়া মানুদের হাতে তুলে দিয়েছেন ১০০দিনের কাজ। এবং জব কাড। এমনকি ঠিবা অঞ্চল সভাপতির বাড়িতে, কোন সমস্যার জন‍্য যাওয়া হলে, সঙ্গে সঙ্গে ঠিবা অঞ্চল সভাপতি তার সমস্যার সমাধানে ব‍্যাস্ত হয়ে পড়েন। এবং সমাধান করে দেন। 

 ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী, ঠিবা অঞ্চলের মানুষদের হাতে তুলে দিয়েছেন জব কার্ড

কোন চিকিৎসায় কোন ব‍্যাক্তিকে বিনা ঔষধে বিনা চিকিৎসায় ফিরিয়ে দেন না, ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী। সাইন কাজীর এমনি এক গরীবের রাজা বললে উনাকে ছোট্ট করা হবে। উনি দীর্ঘায়ু হন ভালো থাকুন। এই দিয়ে আমাদের সংক্ষিপ্তাকারে পত্রিকার লেখন শেষ করলাম। ধন‍্যবাদ।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সোনার বাংলা পত্রিকা