লাভপুর বিধানসভার মাননীয় বিধায়ক অভিজিৎ সিনহার (রাণা দা) তত্ত্বাবধানে, জাতির জনক মহাত্মাজীর পূত চিতাভস্ম ১৯৪৮ সালের ১২ ই ফেব্রুয়ারি প্রনম্য স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় কামদাকিঙ্কর মুখোপাধ্যায় দ্বারা মণিকর্ণিকা ঘাটের
বিসর্জনের পূর্ণ স্মৃতিতে আগামী ৩০ শে জানুয়ারি যে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, তার জন্য আজকে মিরাটি গ্রামে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাড়িতে অভিজিৎ মুখোপাধ্যায়ের উপস্থিতিতে এবং লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা উপস্থিতিতে আগামী ৩০ তারিখে প্রোগ্রামের প্রস্ততির মিটিংয়ে আলোচনা হলো আজকে ।
এছাড়া লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ চক্রবর্তী মহাশয়, ঠিবা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সাইন কাজী মহাশয়, ঠিবা অঞ্চল তৃণমূল কংগ্রেস সহ সভাপতি লালু পাল মহাশয় এবং নানুর বিধানসভার বিধায়ক বিধান মাঝি মহাশয় ও নানুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উপস্থিত ছিলেন ।