নিজস্ব চিত্র: সোনার বাংলা রিপোর্টার ঠিবা গ্রাম পঞ্চায়েত :- মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, বীরভূম জেলার জেলা পরিষদের মেন্টর, অভিজিৎ সিনহার সহযোগিতায় ।
ঠিবা ও জামনা ৫১ লক্ষ টাকার ব্রিজ নির্মাণ করা হইলো।
মানুষ প্রচন্ড ভাবে খুশী, এই ব্রিজটা হওয়াতে। জয়চন্দ্রপুর হরিপুর এবং জামনা গ্রামের,
যাওয়া আসার খুবই অসুবিধা হচ্ছিলো, এই ব্রিজটা হওয়াতে ঠিবা অঞ্চলের মানুষেরা খুবই খুশী।