ঠিবা অঞ্চলে ব্রাহ্মণপাড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং ঠিবা অঞ্চল নেতৃত্ববৃন্দ মিলে পুজো দিলেন মা বেনে পাড়ার মায়ের মন্দিরে।
বিধায়ক অভিজিৎ সিনহা রাণাদার নামে পুজো দিলেন এবং মানসিক করা পাঠা-বলি দিলেন মা, বেনেপাড়া মায়ের চরনে।
রাণাদার
মঙ্গল কামনা করে এবং উনি যেন সুস্থ থাকেন দীর্ঘায়ু হন তার জন্য ঠিবা
অঞ্চল তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে মায়ের পুজোর ভোগ আরতি ও করলেন বেনেপাড়া
মায়ের মন্দিরের পুরুহিতরা।
লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা জিন্দাবাদ, ঠিবা অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ব্রাহ্মণপাড়া তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ,
ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী মহাশয় জিন্দাবাদ। সকল তৃণমূল কর্মীদের ধন্যবাদ।