Type Here to Get Search Results !

তথ্যমিত্র কেন্দ্রের কর্মীদের বিক্ষোভ | সোনার বংলা পত্রিকায় প্রকাশ | Sonar Bangla Patrika

                                                  Sonar Bangla Patrika

                                ১০ দফা দাবি নিয়ে সরব হল তথ্যমিত্র কেন্দ্রের কর্মীদের সংগঠন ।

Sonar Bangla Patrika

 কাজের জায়গা থেকে উৎখাত করা চলবে না, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সব পোর্টালে কাজ করার অধিকার দিতে হবে, নির্দিষ্ট বেতন, প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআই-এর সুবিধা দিতে হবে, এমনই ১০ দফা দাবি নিয়ে সরব হল তথ্যমিত্র কেন্দ্রের কর্মীদের সংগঠন। সারা বাংলা সিএসসি ভিএলই ইউনিয়নের তরফে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল মহাজাতি সদন সংলগ্ন এলাকায়। তার পরে দাবি জানানো হয় সিএসসি ই-গভর্ন্যান্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেডের সদর দফতরে। দাবি জানাতে হাজির ছিলেন ইউনিয়নের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ, সম্পাদক অনির্বাণ রায়, সু্ব্রত পাল, শক্তিপদ জানা, রেজাউল ইসলাম প্রমুখ। বিক্ষোভ-সভায় ছিলেন সিটু নেতা আসাদুল্লা গায়েনও ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সোনার বাংলা পত্রিকা