মহাজ্ঞানী মহাজন যে পথে করেন গমন,সেই পথ চির স্মরণীয়। লাভপুরের বিধায়ক মাননীয় শ্রী অভিজিৎ সিনহা মহাশয় যে ভাবে দ্রুত লাভপুর এলাকার উন্নয়ন ঘটিয়ে চলেছেন সত্যিই তা প্রশংসনীয় ।
বিপ্রটিকুরী অঞ্চল ও তার যোগ্য নেতৃত্ব খুঁজে পেয়েছে।সমগ্র অঞ্চল যার উপর পুরো ভরসা করে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে।সেখ ইসমাইল (মিঠু), যিনি গোটা অঞ্চলের মানুষকে নিজের পরিবারের মত করে আগলে রেখেছেন।
আজ তারই নেতৃত্বে কুরুম্বা মুকুন্দলাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পেল।অঞ্চল সভাপতি তার পুরো অঞ্চল কমিটি এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা দের উপস্থিতিতে পুরো কমিটির নাম প্রকাশ করলেন।এই শুভ মুহূর্তে আরও এক সুখবর। অঞ্চল সভাপতি মিঠু ভাইয়ের আবেদনে সাড়া দিয়ে মাননীয়
বিধায়ক সাহেব কুরুম্বা মুকুন্দলাল উচ্চ বিদ্যালয়ে একটি সাইকেল স্ট্যান্ড করার অনুমোদন দিয়েছেন।