লাভপুর থেকে কলকাতা এবং ফেরার বাস পরিষেবা এখন নন এ.সি করা হয়েছে। বর্তমানে লাভপুর থেকে বর্ধমানের বাস ভাড়া 70 টাকা এবং লাভপুর থেকে কলকাতার বাস ভাড়া 160 টাকা করা হয়েছে।
কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বাসটিতে যথেষ্ট সংখ্যক যাত্রী না হওয়ার জন্য বাস পরিষেবাটি বিশেষ আর্থিক ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছে। S.B.S.T.C কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়টি মাননীয় বিধায়ক শ্রী অভিজিৎ সিনহা (রানা) মহাশয়ের নজরে আনা হয়েছে।
মাননীয় বিধায়ক মহাশয়ের অনুরোধে S.B.S.T.C কর্তৃপক্ষ আর্থিক ক্ষতি নিয়েও বাস পরিষেবা চালু রেখেছে কিন্তু দীর্ঘদিন আর্থিক ক্ষতি নিয়ে বাস পরিষেবা চালানো সম্ভব হবে না।
তাই সকলের কাছে বিশেষ করে লাভপুরবাসি, নানুরবাসি, কীর্ণাহারবাসি ও ফুটিসাঁকোবাসি যাত্রীদের কাছে আমাদের বিনীত অনুরোধ সকলে যাতায়াতের জন্য এই বাসটি ব্যবহার করুন। যাতে আগামী দিনে লাভপুর কলকাতা বাস পরিষেবাটি সুন্দর ভাবে চলতে পারে। নিচের দেওয়া লিংক এর মাধ্যমে সকলে অনলাইনে বাসের টিকিট বুকিং করতে পারবেন। সকলের কাছে আরও একবার অনুরোধ রইল আপনারা সকলে এই বাস পরিষেবাটি গ্রহণ করুন।
এখন শীতকালীন সময়ে লাভপুর কলকাতা ও ফেরার বাস পরিষেবা নন এ.সি করা হয়েছে।
যাত্রীদের সুবিধার জন্য এখন লাভপুর থেকে কলকাতার ভাড়া 310 টাকার পরিবর্তে 160 টাকা ও লাভপুর থেকে বর্ধমানের ভাড়া 130 টাকার পরিবর্তে 70 টাকা করা হয়েছে। আপনারা সবাই এই সুযোগ গ্রহণ করুন।