Type Here to Get Search Results !

ঠিবা ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক সমীর কুমার চট্টরাজ তাঁর কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেন। সোনার বাংলা পত্রিকা ।

 ঠিবা ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক সমীর কুমার চট্টরাজ তাঁর কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেন।

আজকে বিদায় সম্বর্দ্ধনা অনুষ্ঠান করা হলো ঠিবা ২ নং প্রাথমিক বিদ্যালয়ে। পার্শ্ব শিক্ষক মহাশয় সমীর কুমার চট্ররাজ আজ অবসর নিচ্ছেন ঠিবা ২ নং প্রাথমিক বিদ্যালয় থেকে । রবীন্দ্রসংগিত গান পরিবেশন করলেন আজকের ওই বিদায় সম্বর্দ্ধনা অনুষ্ঠানে । সামান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয় শিক্ষক মহাশয়ের হাতে।

 ঠিবা ২ নং প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক মাষ্টারমশাইরা উপস্থিত ছিলেন ।   ঠিবা ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রীধর মণ্ডল, সহকারী শিক্ষক তড়িৎ মণ্ডল, সেখ নূর আমিন  সকলের প্রচেষ্টায় এই ছোট্ট অনুষ্ঠান আয়োজনের করা হয়।

ঠিবা ২ নং প্রাথমিক বিদ্যালয়ে  অনুষ্ঠিত হলো বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। রবিবার আনুষ্ঠানিকভাবে বিদায় সম্ভাষণ জানানো হলো শিক্ষক মহাশয় সমীর কুমার চট্ররাজ কে৷ এদিন বিদ‍্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে বিদায় 

জানানো হলো ।  বিদ‍্যালয়ের পঠনপাঠনের মানোন্নয়নের সর্বদা সচেষ্ট থেকেছেন। ছাত্রদরদী সমীর কুমার চট্ররাজ বিদ‍্যালয়ের সর্বাঙ্গীন উন্নতি সাধনে তাঁর পূর্বসূরি শিক্ষকদের মতোই সচেষ্ট থেকেছেন। 

প্রধান শ্রীধর মণ্ডলের নেতৃত্বে,  ঠিবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ ও পার্শ্ব শিক্ষক/শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। উৎসবের সূচনা হয়েছে। অন‍্যদিকে বিদ‍্যালয় -শিক্ষিকা ও |

 এছাড়া আরো অনেকে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। অবসরপ্রাপ্ত শিক্ষাবন্ধু হেমন্ত মুখোপাধ্যায়। বিশিষ্ট ব্যক্তি বর্গ কৃষ্ণ চন্দ্র মণ্ডল, শান্তিরাম সাহা, সজল মণ্ডল, তন্ময় মুখার্জী আরো অনেকে।

ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন। এদিনের অনুষ্ঠানে । সকল ছাত্র ছাত্রী আজকের বিদায় সম্বর্দ্ধনা অনুষ্ঠানে ছিলো । উভয়ের সম্মানে আবৃত্তি, সঙ্গীতের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়। 

 কোভিড বিধি মেনে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়ের প্রাঙ্গণে ফাঁকা জায়গায়। বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বৃন্দ কবিতা, ছড়া, গান ইত্যাদিতে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রীধর মণ্ডল র স্ত্রী মুনমুন সরকার মণ্ডল ও বিশিষ্ট ব্যক্তি কৃষ্ণচন্দ্র মণ্ডল।এছাড়া তবলায়

  সঙ্গত করেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগ্রাম মুখার্জী। শিক্ষক সমীর কুমার চট্টরাজ মহাশয়ের অবসর জীবন সুখের ও দীর্ঘায়ু জীবন কামনা করা হয়। পরবর্তীতে এই বিদ্যালয়ের সঙ্গে সমান ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান শিক্ষক সমীর কুমার চট্টরাজ মহাশয়।



 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সোনার বাংলা পত্রিকা