আজ সাঁইথিয়া রবীন্দ্রভবনের সংস্কারের পর আধুনিক সজ্জায় নবরূপে সুসজ্জিত ভবনটির শুভ দ্বার উদঘাটন হল। উপস্থিত ছিলেন শ্রী চন্দ্রনাথ সিনহা মাননীয় মন্ত্রী, ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, লাভপুর বিধানসভার বিধায়ক তথা
বীরভূম জেলা পরিষদের মেন্টর এবং সাঁইথিয়া ব্লক ও টাউনের অবজারভার মাননীয় অভিজিৎ সিনহা (রানা) মহাশয় ।উপস্থিত ছিলেন শ্রী চন্দ্রনাথ সিনহা মাননীয় মন্ত্রী, ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, লাভপুর বিধানসভার
বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর এবং সাঁইথিয়া ব্লক ও টাউনের অবজারভার মাননীয় অভিজিৎ সিনহা (রানা) মহাশয়, সাঁইথিয়ার বিধায়ক মাননীয়া লীলাবতী সাহা, সাঁইথিয়ার পৌরসভার চেয়ারম্যান মাননীয় বিপ্লব দত্ত ও অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গ।