নানুর চন্ডিদাস স্মরণ উৎসব ও গ্রামীণ মেলায় লাভপুরের বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় শ্রী অভিজিৎ সিনহা (রানা) মহাশয়ের আমন্ত্রণে স্বনামধন্য অভিনেত্রী তথা বিধায়ক শ্রীমতি লাভলী মৈত্র মহাশয়া মেলায় উপস্থিত হয়েছেন, নানুরের মানুষ জনকে আনন্দ দানের জন্য। উপস্থিত ছিলেন
শ্রী অসিত মাল মাননীয় সংসদ ,শ্রী বিধান চন্দ্র মাঝি বিধায়ক নানুর, শ্রী সুব্রত ভট্টাচার্য, শ্রী মধুসূদন পাল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।