বীরভূম জেলার বোলপুর মহকুমার লাভপুর ব্লকের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে কুয়ে নদী। আদতে বক্রেশ্বর ও কোপাই এই দুই নদীর মিলিত প্রবাহের নামই হল কুয়ে। প্রতি বছর বর্ষাকালে এই দুই নদীর মিলিত জলপ্রবাহ কার্যত ভাসিয়ে দেয় কুয়ের দুই পাশের সব নীচু এলাকাকে।
তার জেরে লাভপুর ব্লকের বিস্তীর্ন এলাকা ও অজস্র গ্রাম প্লাবিত হয় প্রতি বছর। দিনের পর দিন সেই সব গ্রাম থাকে জলের নীচে। হাজার হাজার মানুষকে রাজ্য সরকারের ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়। এমনকি তীব্র জলস্রোতের মুখে পড়ে প্রতিবছর ওই এলাকায় মানুষের প্রাণহানীর ঘটনাও ঘটে। একই সঙ্গে কুয়ে নদীতে জল বাড়লেই ডুবে যায় লাঘাটার পুরাতন সেতু।
সেই সেতুর ওপর দিয়েই চলে গিয়েছে সিউড়ি-কাটোয়া রাজ্য সড়ক। সেতু জলের নীচে ডুবে গেলেই ওই রাস্তা দিয়ে সমস্ত রকমের যানবাহন চলাচল বন্ধ হয়ে যেত। নদী পার হওয়ার জন্য এলাকাবাসীকে বা ওই রাস্তা দিয়ে যাতায়াত করা আমজনতাকে ঝুঁকি নিয়ে নৌকায় উঠতে হত। বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে নৌকা উল্টে জীবনহানীও হয়েছে। তবে এবার ছবি বদলাতে চলেছে। কেননা খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে লাঘাটা নতুন সেতুর।