২নং পঞ্চায়েতের ভেরিয়া দূর্গামাতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নব নির্মিত কক্ষ উদ্বোধন করলেন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা (রানা দা) ।
আজ লাভপুর বিধানসভার অন্তর্গত চৌহাট্টা মহোদরী ২নং গ্রাম পঞ্চায়েতের ভেরিয়া দূর্গামাতা
সমবায় কৃষি উন্নয়ন সমিতির নব নির্মিত কক্ষ ফিতে কেটে উদ্বোধন করলেন লাভপুর বিধানসভার বিধায়ক তথা
বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় অভিজিৎ সিনহা (রানা) মহাশয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবিক,
আব্দুল মান্নান সাহেব, বিশিষ্ট সমাজ সেবিক, তরুণ চক্রবর্তী, বিশিষ্ট সমাজ সেবিক, শোভন চৌধুরী, প্রবীর পাঠক ও
অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।