লাভপুর বিধানসভা কেন্দ্রে বিপ্রটিকুরি অঞ্চলে, বিপ্রটিকুরি অঞ্চল সভাপতি মিঠু শেখের নেতৃত্বে, আজকে খয়েরবনী উচ্চ বিদ্যালয়ে স্কুলের কমিটি গঠন হলো ।
আজ ৩১/০১/২০২২ মাননীয় বিধায়ক শ্রী অভিজিৎ সিনহা (রাণা দা) মহাশয়ের অনুমতি নিয়ে, বিপ্রটিকুরী অঞ্চল তৃণমূল সভাপতি সেখ ইসমাইল( মিঠু ) এর নেতৃত্বে, বিপ্রটিকুরী অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি, খয়েরবুনী উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতিতে খয়েরবুনী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল।
খয়েরবুনী -পলসা গ্রামে খুব ধুমধাম করে সরস্বতীপূজা করা হয়। পূজা মন্ডপের প্যান্ডেল কেমন হবে,সুবিধা -অসুবিধা, তার সমস্ত কিছু সরোজমিনে দেখে এলেন বিপ্রটিকুরী অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ ইসমাইল( মিঠু )।
সবশেষে অঞ্চল কমিটি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটি -অভিভাবক কমিটি, অভিভাবক সব মিলিয়ে প্রায় ৪০০ জন লোক নিয়ে মিঠু ভাই (অঞ্চল সভাপতি) একটা বনভোজনের আয়োজন করেছিলেন,এবং
প্রত্যেককে ভাত,ডাল,ফুলকপির তরকারি, আলুপোস্ত,মাছের ঝোল,চাটনী,পাপড়ভাজা ও সবশেষে মিষ্টি খাইয়ে অতিথি আপ্যায়ন সারলেন।তার আপ্যায়নের ছোঁয়ায় প্রতিটি অঞ্চলবাসী খুবই আনন্দিত।