আজ বুধবার ফেব্রুয়ারি ০২ তারিখ, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মতো, লাভপুর ব্লকের অর্ন্তরগত ঠিবা গ্রাম পঞ্চায়েতের অধীনে ভি.সি.টি টিম আজকে ঠিবা অঞ্চল হাইস্কুলে, এবং মিরাটীর কামদাকিঙ্কর স্মৃতি বিদ্যাপিঠ হাইস্কুলে স্যনিটাইজ
| মিরাটী কামদাকিঙ্কর স্মৃতি বিদ্যাপিঠ হাইস্কুল |
কাজ করলেন ঠিবা গ্রামপঞ্চায়েতের Vector Control Team । আগামী ৩রা ফেব্রুয়ারি উচ্চবিদ্যাল খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় । তাই ঠিবা গ্রাম পঞ্চায়েতের অধীনে দুইটি হাইস্কুল আছে। সকাল সকাল যোর কদমে কাজ চালাই ঠিবা গ্রাম পঞ্চায়েতের VCT টিম ।
| ঠিবা গ্রামপঞ্চায়েত ভেক্টর কন্ট্রোল টিম |
এই বিষয়ে ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী মহাশয় বলেন, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা চিন্তাভাবনা ভাবাই জায়না, উনার তুলনা হয় না । আমাদের নয়নের মনি, মাননীয় অভিজিৎ সিনহা (রানাদা)
| ঠিবা গ্রামপঞ্চায়েত ভেক্টর কন্ট্রোল টিম ঠিবা অঞ্চল হাইস্কুল পরিষ্কার হচ্ছে |
কে ধন্যবাদ জানাই । ভিসিটি ছেলেদের কাজের সুযোগ করে দেওয়াই । ভিসিটি ছেলেগুলো স্যানিটাইজ করছে, আগামী কাল থেকে, ইস্কুল খুলছে । ধন্যবাদ জানাই আমাদের মা মাটি মানুষের সরকার কে ।