বীরভূম জেলার বাকি ১৬৬ টি পঞ্চায়েতের মত আজ বিপ্রটিকুরী গ্রাম পঞ্চায়েতেও সামাজিক নিরীক্ষা (Social Audit)২০২১-২২ অনুষ্ঠিত হল বিপ্রটিকুরী গ্রাম পঞ্চায়েতের সুপারমার্কেট এর সভাগৃহে।গত ১৫-২০ দিন ধরে সামাজিক নিরীক্ষক গণ অঞ্চলের প্রতিটি গ্রাম ঘুরে ঘুরে উপভোক্তাদের কাছে থেকে যে মতামত নিয়ে এসেছিলেন আজকের সভায় তারা তা ব্যক্ত করেন।আজকের সভায় উপস্থিত ছিলেন লাভপুর ব্লকের কয়েকজন আধিকারিক, চৌহাট্টা-মহোদরী গ্রাম
পঞ্চায়েতের সেক্রেটারী, বিপ্রটিকুরী গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মচারী এবং বিপ্রটিকুরী অঞ্চলের সমস্ত বুথ আগত কমপক্ষে ৩৫০ জন বাসিন্দা।নিরীক্ষকদের রিপোর্টে ব্লক আধিকারিকগন খুবই খুশী এবং সন্তুষ্ট। তাদের সন্তোষজনক মতামত নিয়ে অঞ্চল সভাপতি তার অঞ্চল কমিটি এবং বুথ কমিটির সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে উৎসাহিত করলেন।
উপস্থিত আজকের সভার মাননীয় সভাপতি মহাশয়, উপস্থিত সবার প্রিয় অঞ্চল
সভাপতি মিঠু মহাশয়, আছেন বিপ্রটিকুরী গ্ৰাম পঞ্চায়েতে প্রধান সহ
কর্মচারীবৃন্দ, উপস্থিত সামাজিক নিরিক্ষার বিভাগের মহাশয়/মহাশয়া ,
উপস্থিত গ্ৰামীণ সম্পদ কর্মী ও গ্ৰাম পঞ্চায়েত এলাকার গ্ৰামবাসীবৃন্দ ।
আজকের এই গ্ৰাম সভা একটি গুরুত্বপূর্ণ সভা বা সরকারি প্রোগ্রাম বা
শক্তিশালী মঞ্চ,V R P রা গ্ৰাম পঞ্চায়েত থেকে কি কি তথ্য সংগ্রহ করছে এবং গ্ৰামপঞ্চায়েত এলাকায় বিভিন্ন সাংসদে গিয়ে এলাকার মানুষের কথা বলে কি কি তথ্য সংগ্রহ করছে সেই সম্পর্কে জানালেন এবং বোঝালেন কিছু অভিযোগ তার সাথে কিছু পরামর্শ স্বাধীন পর্যবেক্ষক লিপিবদ্ধ করলেন, এবং এও জানালেন তিনটি বিষয়ের উপর সামাজিক নিরীক্ষা কাজ করে থাকি ।যেমন ১০০ দিনের কাজ, সামাজিক সহায়তা প্রকল্প ও প্রধানমন্ত্রী আবাস যোজনা । আলোচ্য সভার মাধ্যমে সামাজিক নিরীক্ষা কাজ সম্পন্ন হলো।