বোলপুরে বীরভূম জেলা তৃণমূল পার্টি অফিস থেকে বীরভূম জেলার 5টি পৌরসভা ও আউসগ্রাম বিধানসভার অন্তর্গত গুসকরা পৌরসভা সহ মোট 6টি পৌরসভার পৌর নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী অনুব্রত মণ্ডল মহাশয় জেলা সভাপতি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটি, মাননীয় অভিজিৎ সিনহা (রানা)
মহাশয় বিধায়ক লাভপুর বিধানসভা, শ্রী চন্দ্রনাথ সিনহা মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, ডক্টর আশিস ব্যানার্জি মাননীয় ডেপুটি স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা, শ্রী অসিত মাল মাননীয় সাংসদ বোলপুর লোকসভা কেন্দ্র এবং বিভিন্ন টাউন সভাপতি ও নেতৃত্ববর্গ।