বিরামমন্দির পল্লীর মাঠে M.L.A কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন লাভপুর বিধানসভার বিধায়ক মাননীয় অভিজিৎ সিনহা ।
আজ লাভপুর বিরামমন্দির পল্লীর মাঠে M.L.A কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন লাভপুর বিধানসভার বিধায়ক মাননীয় অভিজিৎ সিনহা (রানা) মহাশয়। উপস্থিত ছিলেন মান্নান সাহেব, তরুণ চক্রবর্তী, শোভন চৌধুরী, হিরণ মল্লিক ও অন্যান্য ক্রীড়াপ্রেমীরা।
সম্মান ও শ্রদ্ধা জানাই লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও বীরভূম জেলা পরিষদের মেণ্টর, অভিজিৎ সিংহ রানা দা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধরনের অনুষ্ঠানে যার সাহায্য ও সহযোগিতা থাকবে। সকল মানুষ কে সঙ্গে নিয়ে কি ভাবে এগিয়ে চলতে হয়। তিনি খুব জানেন। প্রিয় বিধায়কের সঙ্গে সঙ্গ দিতে প্রস্তুত আমার প্রিয় তিন জন মাস্টারস্টোক সম্মানীয় আব্দুল মান্নান সাহেব,তরুন চক্রবর্তী ও শোভন চৌধুরীর মতো লড়াকু নেতৃত্ব।
সকলকে মিলে যে ভাবে লাভপুর ব্লকের কোনে কোনে উন্নয়ন কে পৌছে দিচ্ছেন, তাতে
করে লাভপুরের আপামোর জনতা খুশি তে আপ্লুত। এই ভাবে ধিরে ধিরে গড়ে উঠতে
চলেছে মডেল ব্লক লাভপুর। তাতে লাভপুরে একটি ও রাস্তা কাঁচা থাকবে না।
লাভপুরে একটি ও বাসস্ট্যান্ডের মোরে অন্ধকার থাকবে না। লাভপুরের একটি ও
মাটির ঘর থাকবে না।
ঘাট হীন একটি ও পুকুর থাকবে না। গ্রামে গ্রামে পানীয়
জল সরবরাহের ব্যবস্থা হবে। মানুষ পরিষেবা পাচ্ছে। অভিজিৎ সিংহ রানাদা 365
দিন মানুষের পাশে থাকেন। মানুষের জন্য কাজ করেন। মানুষের যাবতীয় সমস্যার
সমাধান করতে উনি রং দেখেন না। লাভপুর ব্লক নেতৃত্ব পার্টি অফিসে দৈনন্দিন
বসেন। মানুষের সমস্যার সমাধান করেন।