ঠিবা অঞ্চল সভাপতির যেমন কথা তেমন কাজ, শুরু হলো দত্তবগতোড় গ্রামে রাস্তার কাজ
লাভপুর বিধানসভা কেন্দ্রে ঠিবা অঞ্চলে, দত্তবগতোড় গ্রামে,ভোটের সময় ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী বলেছিলেন রাস্তা হবে। দত্তবগতোড় গ্রামের মানুষদের শ্রতিশুতি দিয়েছিলেন তাই তড়িঘড়ি ভোটের পরেই সেই প্রতিশ্রুতি আজকে পূর্ণ হচ্ছে।
ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী নিজে দাড়িয়ে থেকে মাপ করালেন। ঠিবা অঞ্চল সহ সভাপতি লালু পাল, মহিলা সহ সভাপতি আজিজা খাতুন এবং দত্তবগতোড় গ্রামের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন ওই স্থানে দত্তবগতোড় গ্রামের মানুষ খুবই খুশী।