মাননীয় বিধায়ক অভিজিৎ সিনহা (রানা দা ) লাভপুর হাসপাতাল কে 100 টি OXYGEN CONCENTRATOR প্রদান করলেন ।
লাভপুরের বিধায়ক মাননীয় অভিজিৎ সিনহার (রানা দা) উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংস্থা 40 টি অক্সিজেন কনসেনট্রেটর লাভপুরের অসুস্থ মানুষদের ব্যবহারের জন্য বিধায়ক মহাশয়ের হাতে তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় C.O.M.H বীরভূম, B.D.O লাভপুর, B.O.M.H লাভপুর, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মান্নান সাহেব, তরুণ চক্রবর্তী, শোভন চৌধুরী ,প্রবীর পাঠক ,বিকাশ আচার্য্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
করোনার প্রকোপে, অক্সিজেনের গুরত্ব সর্বদায় । অক্সিজেনের যে একমাত্র সেই ব্যাক্তিরাই জানে যে করোনার কবলে পড়তে হয়েছিলো । ঠিবা অঞ্চল তৃনমূলের সভাপতি সাইন কাজী বলেন, রাণাদার উন্নয়নের বার্তা আমরা যে বিধায়কে
পেয়েছি, উনার তুলনা হয় না । এই রকম বিধায়কের উন্নয়ন বা পরিকল্পনা মানুষের বাড়ি বাড়ি অক্সিজেন পৌচ্ছে দেওয়া বিরাট একটা উপকার । করোনা যার হয়ছে একমাত্র সেই জানে অক্সিজেন কতটা গুরত্ব । এর জন্য আমাদের বিধায়ক হচ্ছেন নয়নের মনি, তার জন্য আমি ঠিবা অঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ জানায় ।