আজ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী অনুব্রত মণ্ডলের উদ্যোগে তারাপীঠ মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয়। উক্ত যজ্ঞে উপস্থিত ছিলেন শ্রী অনুব্রত মণ্ডল (কেষ্ট দা), লাভপুর বিধানসভার
বিধায়ক মাননীয় অভিজিৎ সিনহা (রানা) মহাশয়, শ্রী চন্দ্রনাথ সিনহা মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, ডক্টর আশীষ ব্যানার্জি মাননীয় ডেপুটি স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, সকল বিধায়ক গণ,
তৃণমূল কংগ্রেসের জেলা ও ব্লক স্তরের সকল নেতৃত্ববৃন্দ। যজ্ঞ সকাল ৯ টায় শুরু হয় ও সন্ধ্যা ৭টায় সমাপ্ত হয়। যজ্ঞে প্রচুর ভক্ত সমাগম হয় ও সকলের সানন্দে প্রসাদ গ্রহণ করেন।