আজ 26 শে জানুয়ারি 73 তম পবিত্র প্রজাতন্ত্র দিবস উপলক্ষে লাভপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করলেন লাভপুরের বিধায়ক মাননীয় অভিজিৎ সিংহ (রানাদা) মহাশয়।
উপস্থিত ছিলেন মাননীয় মান্নান সাহেব, তরুণ চক্রবর্তী, শোভন চৌধুরী, প্রবীর পাঠক, পঞ্চায়েত সমিতির সভাপতি ছবি পাল সহ সকল অঞ্চল নেতৃত্ব, অসংখ্যপার্টির কর্মী ও সমর্থকগন।