আজ কীর্ণাহার লক্ষীতলায় ব্যবসায়ী সমিতির হলে আগামী 30 শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে লাভপুর বিধানসভার অন্তর্গত ঠিবা গ্রাম পঞ্চায়েতের অধীনে মিরাটী ব্রাহ্মণপাড়া গ্রামে যে অনুষ্ঠান হবে তার প্রস্তুতি সভা
অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় অভিজিৎ সিনহা (রানা) মহাশয়,
নানুরের বিধায়ক মাননীয় বিধান চন্দ্র মাঝি, বিশিষ্ট সমাজসেবী তরুণ চক্রবর্তী, সুব্রত ভট্টাচার্য,বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার ডঃ উজ্জল মুখার্জি এবং উদযাপন কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।